‘গরিবের সুন্দরী বউ’ ও আফগানিস্তান প্রসঙ্গ
গরিবের সুন্দরী বউ নাকি সবার ভাবি! ছোটবেলা থেকে এ কথাটি শুনে আসছি। প্রথমে এর মানে বুঝতাম না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে থাকলাম আসলে গরিব মানুষের সুন্দরী বউ থাকলে তাঁর প্রতিবেশী অনেকে ভাব জমাতে চায়, একটু ঘনিষ্ঠ হতে চায়। গরিব বলে ওই ‘সুন্দরী ভাবি’ বিভিন্ন সময়ে অভাবের কারণে এটা-ওটা ধার চান।